যে 5 ধরনের বন্ধুর কারণে নষ্ট হচ্ছে আপনার জীবন

যে 5 ধরনের বন্ধুর কারণে নষ্ট হচ্ছে আপনার জীবন

 যে 5 ধরনের বন্ধুর কারণে নষ্ট হচ্ছে আপনার জীবন

কথাগুলো আপনার খারাপ লাগবে। তবে সবগুলো কথা অবশ্যই মনোযোগ সহকারে  চাইলে পড়তে পারেন । প্লিজ যদি আপনি আপনার লাইফ এবং ক্যারিয়ারের ভালো চান, আপনার কাছে যদি মনে হয় আপনার  লাইফে অনেক কিছু আপনি করতে পারেন কিন্তু পারছেন না আপনার অনেক কিছু করার যোগ্যতা আছে কিন্তু করেননি এখনো করতে পারছেন না।

যে 5 ধরনের বন্ধুর কারণে নষ্ট হচ্ছে আপনার জীবন


তার মধ্যে  বড় একটি রিজন হচ্ছে  আপনার বন্ধু-বান্ধব। যাদেরকে আপনি মনে করছেন আপনার খুব কাছের বন্ধু, একটু খেয়াল করে দেখুন তাদের কারণে কি আপনার লাইফ টা আটকে আছে?

 কেন আজকে আমি আপনাকে পাঁচ ধরনের ব্যক্তির কথা বলব যাদেরকে আপনি বন্ধু মনে করছেন। অথচ তারাই আপনার লাইফটাকে রঙিন করছে প্রথম যার কথা বলছি সে হচ্ছে নিজেই ডিপ্রেসড আপনার এমন কোন ফ্রেন্ড যে নিজেই ডিপ্রেসড আর আপনাকে ডাস্টবিন হিসেবে ইউজ করে।

কিভাবে সেটা বলছি শুরুতেই বলেছি কথাগুলো আপনার খারাপ লাগবে। কিন্তু শুনুন সে যখন ডিপ্রেশনে পড়ে যায় কোথাও তার নিজের ডিপ্রেশন বের করার জায়গা পায়না। তখন আপনার কাছে এসে তার সমস্ত ডিপ্রেশন ছেড়ে চলে যায়।

 সে হালকা হয়েছে আপনাকে ভারী করে দিয়ে চলে যায় মানুষের মাইন্ডে একটা নেগেটিভ পিকচার পুরা একটা ক্যারিয়ার নষ্ট করে দেয়ার জন্য যথেষ্ট।   

আমি কথাগুলো নিজের মনের কথা বলছি না  যেটা বাস্তব  সেটাই বলছি। এটা একটা ভীষণ লজিক্যাল ফ্যাক্ট , যারা কখনো মাইন্ড ট্রেনিং করেছেন তারা দেখেছেন যে শুধু দুটো নেগেটিভ পিকচার মাইন্ডে দেয়ার সাথে সাথেই আপনার পুরো বডি ছেড়ে দেয়। বডিতে কোন শক্তি থাকে না এবং দুর্বল ফিল করতে থাকে।  একটা লিটল ফিঙ্গার এর সাথে পুরো একটা হাত বেড়ে ওঠে না আমি আপনাকে এই কথাগুলো এইজন্যে বলছি সারাক্ষণ এগুলো নিয়ে আমি কাজ করি যখন আপনার মাইন্ডে একটা নেগেটিভ পিকচার আটকে যায় ওই একটা পিকচার আপনার পুরো ক্যারিয়ার নষ্ট্  করে দেয়ার জন্য সত্যিই যথেষ্ট।

কিন্তু একটু ভেবে দেখুন যাকে বন্ধু মনে করছেন সে প্রতিদিন আপনার কাছে আসে আর বলে যে লাইফের কোন মিনিং নেই। কি করছি এই লাইফ দিয়ে কিছু হবে না কিছুই করতে পারবোনা  আপনার মাইন্ডে কিন্তু সেটা ইমপোর্ট হয়ে যাচ্ছে তার কথা শুনে। কিছুদিন পর আপনিও  বলছেন কি হবে এই লাইফে  এই লাইফ দিয়ে কি করব লাইফে কিছু করতে পারবোনা।

অন্যের বিষয় নিয়ে কথা বলবে কে কোথায় ফেল করেছে কে লাইফে কোথায় আটকা পড়েছে, কে কোথায় আনসার স্কুল হয়েছে কে কোথায় ইনভেস্ট করে লস খেয়েছে  এগুলো নিয়ে কথা বলতে থাকবে। আর লিমিটিং বি লিপস কেউ সেটা মাথায় নিয়ে ঘুরছে।  আপনার মাথায় সেটাই উপর দিয়ে যাচ্ছে ফাইন্ড আউট দেন যদি আপনার লাইফে থাকে  সবসময় অন্যের বিষয় নিয়ে কথা বলছে কিনা। 

 তৃতীয় ব্যক্তি হচ্ছে যারা সেই ধরনের কথা বলবে  বলবে লাইফে এত কিছু করে কি হবে সেফ থাক ভাল থাক শান্তিতে থাকবে। আর লাইফের সাকসেসফুল কিভাবে আসে সেটা কখন দেখা যায় না। সেইজন্যে কখনোই কেউ সাকসেস দেখেনি এসব কথ বলে।

 সেটার উত্তরে আমি বলবো বিজনেস হোক আর যায় হোক আপনি  যেই ফিল্ডের  কাজ করেন না কেন আপনি যেকোনো কাজ করেন না কেন । আপনি যখন বড় কিছু করতে যাবেন তখনই আপনার সঙ্গে রিস্ক আসবে হলিউড স্পেইসডেস্ক আপনি আল্লাহর উপর ভরসা করে আপনি একশন নিবেন  আল্লাহ রেজাল্ট দিবেন।

মাই ডিয়ার ফ্রেন্ড,, আরেকটা বিষয় হচ্ছে মানুষের মধ্যেই  কাজ করে যে আপনি যখন সাকসেস ফুল হয়ে যাবেন আপনি হয়তো তার কাছ থেকে দূরে সরে যাবেন। 

এই জন্য সে চায় না আপনি সাকসেসফুল হবেন ভালোবাসার যে প্রকাশে প্রকাশভঙ্গি সব ঠিক থাকবে আপনাকে বলবে কি করবে দোস্ত শুধু শুধু এত কষ্ট করে কি লাভ। সুন্দর করে বোঝাবে আপনাকে সে  হারাতে চায় না আপনাকে ভালোবাসে  ভালোবেসে আপনাকে  ফাইন্ড আউট আপনার এই ধরনের ফ্রেন্ড আছে কিনা।

দে আর নট ফ্রেন্ড একটা কথা আছে ইফ ইউ আর নট লুকিং ফ্রেন্ড ইউ আর নট গ্রোয়িং আপনি যদি চান আপনি তো ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হবে। যদিও ফ্রেন্ড একজন দুইজন লাইফের যথেষ্ট  যে আপনার মানসিক প্রশান্তির জন্য আপনাকে হেল্প করে। সে আপনাকে আইডিয়া দিয়ে হেল্প করেন আপনার গোলে এগিয়ে যাওয়ার জন্য হেল্প  করেন  এরকম একজন ফ্রেন্ড ই যথেষ্ট।

ফ্রেন্ড সার্কেল যার সাথে আপনি এডিক্টেড হয়ে যাচ্ছেন যার সাথে রাতের পর রাত আড্ডা দিচ্ছেন আপনার ক্যারিয়ারের ফোকাশ থেকে বের হয়ে যাচ্ছেন। আপনি আমাকে একটা লজিক দেখান কিভাবে সে আপনার ফ্রেন্ড ? ফ্রেন্ড মানে কি আপনার লাইফটা নষ্ট করছে সে আপনার ফ্রেন্ড? শুরুতেই বলেছি কথা গুলো ভালো লাগবে না। 

আপনার ফ্রেন্ড, যার সাথে  বসে আপনি নেশা করছেন, সে আপনার ফ্রেন্ড, আমি বলছি তাদেরকে যারা ফ্রেন্ড সার্কেলে পড়ে লাইফ নষ্ট করছে মেরি গালফ্রেন্ড এমনও হতে পারে দুজন একই কোম্পানিতে জব করছেন  দুজনে একই সাথে ঘোরাফেরা করেন  একই সাথে বেড়াতে যান। তার ও কোন প্রশ্নই লাইফে নাই আপনারও নাই  কারণ স্বপ্ন যখন সামনে আসে সে তখন আপনাকে বলে সিজনে থাকো  

মেডিকেল ফ্রেন্ড ,তাদের কাছে এক্সকিউজ এর ফ্যাক্টরি আছে । আপনি যাই করতে চাইবেন  আপনাকে একটা এক্সকিউজ দেখাবে, একটা অজুহাত দেখাবে। আপনাকে বলবে যেহেতু তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড দুর্বল তোমাকে দিয়ে হবে না  তুমি পারবে না শুধু শুধু সময় নষ্ট করো না। অন্য কিছু ভাবো সেটাই তুমি করতে চাইবে।  সেখানেই সে নতুন কিছু শেখাবে এক্সচেঞ্জ আপনি খেয়াল করে দেখবেন তার মাইন্ড এক্সকিউজ ভর্তি সে কোন কাজে নিজেকে অ্যাক্টিভ না।


সেটাই আপনার উপর এপ্লাই করছে দেখুন যখন কেউ নিজে কিছু করতে পারে না সে আপনাকে বলবে আপনি পারবেন না। নেভার লেট সামওয়ান এলসেস ওপিনিয়ন অ্যাবাউট, সমীক্ষা মেমোরিয়াল এর ওপিনিয়ন অন্যের মতামত আপনার ব্যাপারে কখনো নিজের বাস্তবতা হতে দেবেন না আপনাকে বলবে আপনি পারবেন না। 

 আর আপনাকে একদম লজিক্যাল এক্সকিউজ বানিয়ে দেবে সুন্দর করে। 

আর আপনার যদি কোন মিডিয়া ফ্রেন্ড  তাকে এবং বন্ধু মনে করেন। তবে খেয়াল করে দেখেন এরকম একজন ফ্রেন্ড কিন্তু আপনার লাইফ নষ্ট করার জন্য যথেষ্ট। 

পাঁচ নাম্বারে যাদের কথা বলব

তারা হচ্ছে আপনার সঙ্গেই ঘুরছে ফিরছে খাচ্ছে আপনার স্বপ্নেও হেল্প করছে আপনার ফ্রেন্ড এমনই মনে হচ্ছে কিন্তু যখনই আপনি তার চেয়ে ভালো করতে শুরু করেন যখনই আপনার success4 সাসপেন্স এর চেয়ে বেশি হওয়া শুরু করে। তখনই সে আপনাকে টেনে ধরে তখনই সে আপনার লিমিটেশন আপনাকে মনে করিয়ে দেয় তখনই সে আপনাকে এক্সকিউজ শেখানো শুরু করে। তখন সে তার ডিপ্রেশন আপনার উপরে শুরু করে। আগে যে কথাগুলো বললাম সব গুলো সে তখন এপ্লাই করা শুরু করে এখনও যদি আপনি এই ধরনের বন্ধু থাকে তাহলে বেরিয়ে আসেন।

একটু ভেবে দেখুন যদি আপনার একাউন্টে সেই মানুষগুলো  যদি থাকে।  যাদের কথা মেনে নিচ্ছেন, যাদের কথা আপনি বিশ্বাস করছেন আপনার লাইফে আপনি আপলোড করে ফেলছেন তাহলে কি আপনার ক্ষতি আপনি নিজে করছেন না ?

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url