অনিয়ন্ত্রিত আবেগ যখন মানসিক রোগের কারণ
অনিয়ন্ত্রিত আবেগ যখন মানসিক রোগের কারণ।
যাকে বলা হয় Borderline personality Disorder,
তার আগে আমরা জেনে নেই personality Disorder,কি ? আমাদের একেক জন মানুষের শারীরিক কাঠামো একেক রকম।ঠিক তেমনি মানুষের মনের কিছু কাঠামো থাকেএকজন মানুষের মানসিক কিছু কাঠামো থাকে।যেমন তার মানসিক দৃঢ়তা কোথায় তার মানসিক দুর্বলতা কোথায় তার ফ্রেন্ড গুলো কি রকম তার সময় গুলো কিভাবে কাটে তার attitude কি রকম।
সে বরাবরই কি আশাবাদী মানুষ নাকি হতাশাগ্রস্থ মানুষ সে কি বরাবরই টেনশন প্রবল মানুষ নাকি খুব শক্ত মনের মানুষ, আসলে অনেক বিষয় আছে personalityযা যা একজন মানুষকে অন্যান্য করে তোলে এক একজন মানুষের personality একেক রকম।
কিন্তুএই personality যদি অস্বাভাবিক হয় তখন আমরা সাধারণত বলে থাকি personality Disorder ঠিক তেমনি একটি Disorder,
Borderline personality Disorder
এই Borderline personality Disorder এর মধ্যে কি কি আছে ? বা একজন মানুষকে আমরা কখন বলব Borderline personality Disorder,এই ব্যক্তিটির সমস্যা যখন একজন মানুষের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন পারিবারিক জীবন শিক্ষাগত জীবন তেমন কি পেশাগত জীবনের ব্যাপক মাত্রায় প্রভাব বিস্তার করে অতিগ্রস্ত এবং হয়।সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না তখন আমারও তাকে বলি সে Disorderপর্যায়ে চলে গেছে বা রোগে আক্রান্ত হয়েছে।
Borderline personality Disorder: কিছু লক্ষণ আছে বা কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো হল তারা সব সময় মনে করে বুকের ভিতর হাহাকার বা শূন্য শূন্য অনুভূতি সব সময় তাদের মধ্যে একটা শূন্যতা কাজ করে।
তারা অনেক সময় হুট করে যে কোন একটা কাজ করে ফেলে রাগের বসে, আবেগের বসে সে যে কোন কিছু হতে পারে। তাদের রাগ দমনের ক্ষমতা অনেক কম তাদের অল্পতেই রাগ উঠে যায় এবং খুব বেশি মাত্রায় মোড সুইচ করেযেমন এই খুব ভালো এই খুব খারাপ তারা কখনো কোন কিছু মাঝে মাঝে দেখতে পারেনা এসট্রিম ফর্মে চিন্তা করে।হয় ইয়া খুব ভালো মানুষ অথবা ইয়াকুব খারাপ মানুষ একজন মানুষের মধ্যে ভালো এবং খারাপ দুইটি মিলিয়ে থাকতে পারে এইটা তার মাঝে কাজ করে না বা এটা বোঝার ক্ষমতা তার থাকে না।
এবং তারা মাঝেমধ্যে কিছু নিজের ক্ষতি করার প্রবণতা কাজ করে যেমন প্রচন্ড রাগ হয়ে গেলে বা তার আবেগটাকে কন্ট্রোল করা যাচ্ছে না খুব বেশি কষ্ট হচ্ছে কোন কিছু নিয়ে সে আর কোন উপায় না পেয়ে নিজের কোন কিছু ক্ষতি করে ফেলতে পারে।
যেমন: হাত কাটা রাগীদের মধ্যে অনেকে হাত কেটে থাকেন এবং কতগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলা সুইসাইড করার মত কোন পদক্ষেপ নেওয়া সেই সাথে আরো কিছু সমস্যা হতে পারে।
এবং এ সমস্ত রোগীদের মনে একটা সন্দেহ প্রবণতা বৃদ্ধি হতে পারে যে তারা মনে করে ঐ ব্যক্তি আমার বিরুদ্ধে লেগে আছে সে কারণে ও আমার সাথে এমন করছে ।
এবং এই ধরনের মানুষের ব্যক্তিত্বের অধিকারী মানুষগুলো একটা সম্পর্ক দীর্ঘদিন বজায় রাখতে পারে না।
মানুষের সাথে সম্পর্ক ভাঙবে গড়বেএসব রোগীদের ক্ষেত্রে এটাই স্বাভাবিক তাদের মাঝে কোন স্থিরতা নেই ।এ সমস্ত লক্ষণ গুলি তাদের মাঝে থাকে ,কারো মাঝে কম বেশি থাকতে পারে কিন্তু এমনভাবে থাকলো যেটা তার ব্যক্তিগত পারিবারিক সামাজিক সব জীবনকে ক্ষতিগ্রস্ত করছে এ সমস্ত রোগীদেরকে আমরা বলে থাকি Borderline personality Disorder,এ ভুগছেন
Borderline personality Disorder,রোগীদের চিকিৎসা কি?
এসব রোগীদের উপসর্গ বুঝে কিছু ওষুধ প্রয়োগ করা হয়।এসব রোগীদের ক্ষেত্রে সাইকোলজিক্যাল এর ওপর খুব বেশি গুরুত্ব দেয়া হয়, যেমন কারো মধ্যে পালসিবেটি বেশি হুট করে কিছু করে ফেলে হুট করে একটা গ্লাস ভেঙে ফেলল হুট করে ওর সাথে ব্যাকআপ করে ফেলল হুট করে একটা সম্পর্কে জড়িয়ে গেল এবং পালশিব হয়ে যা।
তাদেরকে পালসেভিটি কমানোর জন্য কিছু কিছু ওষুধ আছে ভালো কাজ করে।আবার যারা সেল ফার্ম করে অর্থাৎ নিজের ক্ষতি করে, সেটা ঘুমের ওষুধ খেয়ে হতে পারে বা যেকোনো ওষুধ খেয়ে হতে পারে আবার হাত কেটে হতে পারে।
তবে কেন সে সেলফার্ম করছে এটা বুঝতে হবে কারণ একটা মানুষ যখন তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনে কষ্ট কে নিয়ন্ত্রণ করতে পারছে না ক্রমান্বয়ে বেড়েই চলেছে তখন সেভাবে হাত কেটে ফেলতে হবে ঘুমের ওষুধ খেয়ে ফেলতে হবে তাহলে হয়তো কষ্টটা কম হবে তার ভালো লাগবে এসব রোগীদেরকে ডাক্তারের পরামর্শ নেয়া খুব জরুরী।
এবং Borderline personality Disorderএ রোগীদের ক্ষেত্রে খুব বেশি সময় নিয়ে চিকিৎসা নিতে হয় এসব রোগীদের ওষুধ এবং সাইকোলজি থেরাপি দুইটাই খুব প্রয়োজন।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url